ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

শেরপুরে ৭০ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ১৬ সেপ্টেম্বর ২০১৮

শেরপুর জেলার সদর উপজেলার গাজীর খামার বাজার এলাকার একটি ভাঙ্গারী দোকানের গুদামঘরে শেরপুর সদর থানার পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাত ৯টার দিকে ৭০ কেজি গাজাসহ মো. কামাল মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।   

ধৃত মাদক ব্যবসায়ী কামাল মিয়া সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইমমিনাকান্দা গ্রামের জনৈক আঃ মালেক এর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার গাজীর খামার বাজারের একটি টিনসেড বিল্ডিংয়ের ভাঙ্গারী দোকানের গুদাম ঘরে অভিযান চালায়।  

এ সময় ৩১টি পলিথিনের প্যাকেটে রক্ষিত ৭০ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী কামাল মিয়াকে গ্রেফতার করে।

ধৃত কামাল মিয়া পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানায়, সে উদ্ধারকৃত গাজাগুলো সিলেট জেলা থেকে শেরপুর এনেছিল এবং ওই গুদাম ঘরে পাচারের জন্য মজুদ করেছিল।

রোববার সকাল ১১টায় জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম।

এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের জানান, শেরপুর জেলায় পুলিশের অভিযানে বিভিন্ন মাদকের চালান ধরা পড়লেও ইতিপূর্বে এতবড় গাজার চালান আর ধরা পড়েনি। উদ্ধারকৃত গাজার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা।   

এ সময় প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নাসরিন আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই মোফাখির উদ্দিন প্রমুখ।  

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি